অর্থনীতি

বগুড়ায় দেশের প্রথম শিল্পপার্ক

দুই দশকের মধ্যে দেশে বড় শিল্পপার্ক নির্মাণের সিদ্ধান্ত আছে জানিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান বলেছেন, বগুড়ায় হবে প্রথম শিল্পপার্ক।

বগুড়ায় ‘বিসিক শিল্প ও পণ্যমেলা ২০২১’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, ‘আগামী ২০ বছরের মধ্যে সারা দেশে ৪০ হাজার একর জমিতে ১০০ শিল্পপার্ক স্থাপন করা হবে। এসব পার্কে শিল্পকারখানা স্থাপনে সমান সুযোগ পাবেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। বড় শিল্পপার্ক না থাকার কারণে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না। এ অবস্থায় বিসিক নতুন শিল্পপার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।’

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলী হায়দার চৌধুরী, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, বগুড়া চেম্বারের সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ, রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রহিদুল ইসলাম।

শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বগুড়া ছাড়াও নওগাঁ, গাইবান্ধা, রংপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ৮০ স্টল রয়েছে মেলায়।

মেলায় শাড়ি-কাপড়, থ্রিপিস, মাটির তৈজসপত্রসহ হরেক পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button