সমকালীন ভাষ্য

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে মেলবোর্ন বঙ্গবন্ধু পরিষদ

“বাংলাদেশে যে কোনো ‘ভাস্কর্য’ তৈরি করা হলে তা টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলা হবে”, জুনাইদ বাবুনগরী, আমীর, হেফাজতে ইসলামী বাংলাদেশ।

“ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন”, মামুনুল হক, খেলাফত মজলিশ।

এ ধরণের বক্তব্যের ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালী জাতির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ভাস্কর্য নয়, একটি ইতিহাস। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধিকার আন্দোলনের সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙ্গালির চেতনার রাজ্যে মুকুটহীন রাজা, অপ্রতিদ্বন্দ্বী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুনায়েদ বাবুনগরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, “শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলবে বলে কোনো কোনো ধর্মীয় নেতা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন।” আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জুনায়েদ বাবুনগরীর বক্তব্যকে ‘উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানোর অপচেষ্টা’ হিসেবে বিবৃতি দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের বক্তব্যকে সমর্থন করে। তারা জানিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও ভেঙ্গে ফেলার হুমকি দেওয়া চরম ধৃষ্টতা, রাষ্ট্রবিরোধী ও সংবিধানবিরোধী।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও স্বাধীনতার ঘোষকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার অর্থ মুক্তিযুদ্ধের চেতনা, এ দেশের আবহমানকালের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে মনে করে বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন। ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত ও ভাস্কর্য বিরোধী উদ্ধতপূর্ণ বক্তব্য যারা দিচ্ছেন, তারা বাংলাদেশের সংবিধান লংঘন করেছেন। এটি রাষ্ট্রদ্রোহের শামিল।

তাই ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিষদ। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ধৃষ্টতা ও রাষ্ট্রবিরোধী কাজ করার ন্যূনতম সাহস কেউ না পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button