
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচী চূড়ান্ত হয়েছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টের সূচী প্রকাশ করেছে।
২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। একই দিন দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে খেলবে ফরচুন বরিশাল।
গ্রুপ পর্বের প্রতি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। মোট ম্যাচ হবে ২৪টি।
টুর্নামেন্টের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম ম্যাচ দুপুর ১.৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে। তবে শুক্রবার দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হবে।
রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। এ পর্বের ম্যাচগুলো আইপিএলের মতো হবে। কোয়ালিফায়ার ও এলিমিনেটর পদ্ধতিতে খেলা হবে।