
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ১১ জনের সাজা দিয়েছে আদালত। তিন জনকে দেয়া হয়েছে খালাস।
সাজাপ্রাপ্তদের মধ্যে ছয় জনকে ১০ বছরের, চার জনকে পাঁচ বছরের ও এক জনকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। বেলা একটা ১০ মিনিটে বরগুনা শিশু আদালতের বিচারক রায় পড়া শুরু করেন। দুইটা ৪৫ মিনিটের সময় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা শেষ করে আদালত।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে খালাস দেয় অন্য একটি আদালত। মিন্নি ছাড়া মৃত্যুদণ্ড পান রিফাত ফরাজী, রাব্বি আকন, সিফাত, টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান।
এ মামলার ২৪ আসামির মধ্যে ১৪ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের বিচার হয় শিশু আদালতে। তাদের ছয় জন ছিল সংশোধনাগারে।