বিনোদন ভুবন

বাংলাদেশকে ঘিরে ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

১৬ থেকে ২৪ জানুয়ারি এ উৎসব ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। উৎসবে কান্ট্রি অব ফোকাস বিভাগে বাংলাদেশের চারটি চলচ্চিত্র প্রদর্শন হবে।

সিনেমাগুলো হলো- তানভীর মোকাম্মেলের জীবনঢুলী, জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার, রুবাইয়াত হোসেনের আন্ডার কন্সট্রাকশন এবং সৈয়দ আহমেদ শাওকী, নুহাশ হুমায়ূন ও আরো নয় পরিচালকের সিনেমা ইতি তোমারই ঢাকা।

জীবনঢুলী চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একজন ঢুলী ও তার পরিবারের গল্প নিয়ে নির্মিত।

আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মেঘমল্লার। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে একটি সাধারণ পরিবারকে ঘিরে, যারা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে জীবন বদলানো কিছু ঘটনার সম্মুখীন হয়। ২০১৫ সালের টরোন্টো চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে এটি প্রদর্শিত হয়।

আন্ডার কন্সট্রাকশন সিনেমাটি নির্মাণ করা হয়েছে একজন মেয়েকে ঘিরে, যে শহরের আধুনিকতার মধ্যে নিজের একটি জায়গা করে নিতে চায়।

ইতি তোমারই ঢাকা সিনেমাটি শহরের বিভিন্ন পরিস্থিতির, নানা মানুষের গল্প বলে। ১১ পরিচালকের ১১ ছোটগল্প নিয়ে ইতি তৈরি তোমারই ঢাকা। সিনেমাটি ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button