প্রধান প্রতিবেদন

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কমেছে

সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কমেছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল মঙ্গলবার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

এর আগে তৃণমূল কংগ্রেস নেতা মানস রঞ্জন বুনিয়ার তারকাখচিত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেল পাঁচ বছরে প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্তে অনুপ্রবেশ বেড়েছে কি না, তা জানতে চাওয়া হয়। অনুপ্রবেশ বেড়ে থাকলে তার পেছনের কারণও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে।

অমিতের হয়ে জবাবে প্রতিমন্ত্রী নিত্যানন্দ সীমান্তে অনুপ্রবেশ ও গ্রেপ্তারের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, ২০১৬ সাল থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ কমছে। ওই বছর ভারতে ৬৫৪ অনুপ্রবেশের ঘটনায় এক হাজার ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সালে ভারতে অনুপ্রবেশের ৪৫৬ ঘটনায় গ্রেপ্তার করা হয় ৯০৭ জনকে। ২০১৮ সালে ৪২০ ঘটনায় ভারতের হাতে গ্রেপ্তার হয় ৮৮৪ জন।

তবে ২০১৯ সালে অনুপ্রবেশ ও গ্রেপ্তারের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছিল ৫০০ ও ১ হাজার ১০৯। ২০২০ সালে এসে অনুপ্রবেশের ঘটনা কমে হয়েছে ৪৮৯টি। গ্রেপ্তার করা হয় ৯৫৫ জনকে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button