
বাংলাদেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং পেশা সমৃদ্ধকরণে বহুমুখী চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান এজন্য নিরলস কাজ করছে। এরই ধারাবিহকতায় বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোট আত্মপ্রকাশ করল।
জোট গঠনের লক্ষ্যে “বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীদের অর্জন ও ভবিষ্যত করণীয় নির্ধারণ” শীর্ষক একটি আলোচনা সভা গত ১৭ মে সোমবার বেলা তিনটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থাগার পেশাজীবিদের সর্বজন শ্রদ্ধেয় ল্যাবের সাবেক সভাপতি ও মহাসচিব এবং আইসিডিআর,বির সাবেক হেড (গ্রন্থাগার ও প্রকাশনা), বর্তমানে বিইউএইচএসের ইংলিশ বিভাগের প্রধান মো: শামসুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভাটি। এতে বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীদের সাম্প্রতিক অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ কাজ সংশ্লিষ্ট সবার অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও বেলিডকে ধন্যবাদ জানানো হয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশে গ্রন্থাগারিকতা পেশায় অন্য সাবসেক্টরে করণীয় ও ভবিষ্যত নির্ধারণে নানা সাবসেক্টরের গ্রন্থাগার নেতারা আলোচনা করেন। সভায় নানা সাবসেক্টরকে তাদের সমস্যা নিরসনে সরাসরি সহায়তা ও দিক নির্দেশনার জন্য ড. মো: মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে “বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোট”-এর ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এখানে প্রতিটি সাবসেক্টরে একজন করে সমন্বয়ক ও ১ জন সদস্য-সচিব রয়েছেন। ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন।
আহ্বায়ক কমিটি ২০২১
- আহ্বায়ক: ড. মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্যবিজ্ঞান বিভাগ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা [সার্বিক সমন্বয়]
- যুগ্ম-আহ্বায়ক: প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় [শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয়]
- প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় [শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয়]
- সদস্য: আবু মোঃ হান্নান মিয়া, গ্রন্থাগারিক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা [মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তরগুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত গ্রন্থাগারিক, রুয়েট, রাজশাহী [পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- শাহজাদা মাসুদ আনোয়ারুল হক, সিনিয়র অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান, ব্রাক ইউনিভার্সিটি, ঢাকা [প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- তৃপ্তি সাহা, লাইব্রেরি ডেভলপমেন্ট অফিসার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা [সরকারি কলেজগুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মনিরা খাতুন, গ্রন্থাগারিক (সংযুক্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা [আত্তীকৃত কলেজগুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- আবুল মাহফুজ মাজদার আহাম্মদ, সভাপতি, এনজেল [এমপিওভুক্ত কলেজগুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- এসএম হুমায়ূন কবীর টুটুল, সাংগঠনিক সম্পাদক, মেডল্যাব [মেডিকেল কলেজ ও মেডিকেল সেক্টরের সব গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মোঃ শফিকুল আলম, গ্রন্থাগারিক, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট [সব পলিটেকনিক্যাল ইনস্টিউট গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- আব্দুলাহ আল বাকী, গ্রন্থাগারিক, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নেত্রকোণা [সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- এফ এম কামরুল হাসান, সভাপতি, বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি [এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়সগুলোর গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- ইয়াছিন, গ্রন্থাগারিক বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা, পিরোজপুর [সব মাদ্রাসা গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মোঃ মাহবুবুল আলম সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক, টাঙ্গাইল পিটিআই ও সাধারণ সম্পাদক, পিটিআই গ্রন্থাগার সমিতি [সব পিটিআই গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- শামসুন নাহার, সহকারী গ্রন্থাগারিক, এটিআই, ঢাকা [সব এটিআই গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মুহাম্মদ আপেল মাহমুদ, টিটিসি, টাঙ্গাইল [সব টিটিসি গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- মোঃ গোলাম কাদের তানু, গ্রন্থাগারিক, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল [সব জেলা প্রশাসকের কার্যালয় গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের সমন্বয়]
- কেএম নূরুল আলম অপু, উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ঢাকা [সব বিশেষ গ্রন্থাগার ও বিশেষ গ্রন্থাগারে কর্মরত পেশাজীবীদের সমন্বয়]
- রতন কুমার দাস, কান্ট্রি এডিটর, দৈনিক শেয়ার বিজ [সব মিডিয়া ও মিডিয়া গ্রন্থাগার এবং কর্মরত গ্রন্থাগার পেশাজীবীদের সঙ্গে সমন্বয়]
- সদস্য-সচিব: ড. মোঃ আনোয়ারুল ইসলাম, গ্রন্থাগারিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা [সার্বিক সমন্বয়ে সাচিবিক সহায়তা]
জানা গেছে, পরবর্তীকালে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করার ক্ষমতা রয়েছে কমিটির।
বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোটের সদস্য-সচিব ড. মোঃ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিগগির এ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে বৈষম্য দূর করে সব সেক্টরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। এজন্য সব পেশাজীবির সহযোগিতা চেয়েছেন ড. আনোয়ারুল ইসলাম।
এদিকে বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোট গঠনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানীরা। তারা আশা করছেন নতুন এ জোট গ্রন্থাগার পেশাজীবীদের সব বৈষম্য দূর করতে কাজ করবে। নতুন জোটটি পেশাজীবীদের দাবি আদায়ে দায়িত্বশীল ভূমিকা রাখবে, এমন মনে করছেন সবাই।