আন্তর্জাতিক

বাইডেনকে অভিনন্দন ট্রাম্প মিত্রের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র মিচ ম্যাককনেল।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ এ নেতা বাইডেনকে অভিনন্দন জানান।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ বাইডেনের জয় নিশ্চিত করে।

বিশ্বনেতাদের মধ্যে এতদিন যারা বাইডেনকে অভিনন্দন না জানানোয় সমালোচিত হন, তারাও মঙ্গলবার তাকে অভিনন্দন জানান। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাদর।

ডেমোক্র্যাটিক পার্টি ৩০৬ ইলেকটোরাল কলেজ পেয়ে জয় নিশ্চিত করে। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ও প্রেসিডেন্ট ট্রাম্প পান ২৩২ ইলেকটোরাল কলেজ।

প্রেসিডেন্ট নির্বাচনে এখনো পরাজয় মেনে নেননি ট্রাম্প। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ জারি রেখেছেন তিনি।

সিনেটে দেয়া বক্তব্যে ম্যাককনেল বলেন, নভেম্বরের নির্বাচনে ‘ভিন্ন ফল’ আশা করেছিলেন তিনি। কিন্তু ইলেকটোরাল কলেজ বাইডেনকে জয়ী ঘোষণা করায় তাকে অভিনন্দন জানাচ্ছি।

বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে অভিনন্দনের পর ম্যাককনেল বলেন, ‘এই প্রথমবারের মতো দেশ নারী ভাইস প্রেসিডেন্ট পেয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রবাসী গর্বিত হতে পারেন।’

নির্বাচনের জয়ে অভিনন্দন জানানোয় ম্যাককনেলকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, শিগগির সাক্ষাতের বিষয়ে দুজন সম্মত হয়েছি।

সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার ট্রাম্পকে সম্মানের সঙ্গে মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। বাইডেনকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতেও অনুরোধ করেন তিনি।

যুক্তরাস্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ সবাই বসে ভোট দেন। এতে বাইডেন পান ৩০৬ ভোট। ট্রাম্প ২৩২।

এর মধ্য দিয়ে হোয়াইট হাউসে বসা বাইডেনের জন্য নিশ্চিত হয়ে গেল। আগামী ২০ জানুয়ারি পরবর্তী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button