আন্তর্জাতিক

বাইডেন অবৈধদের নাগরিকত্বে পরিবর্তন আনছেন

যুক্তরাষ্ট্রের প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দিতে আট বছর মেয়াদি প্রক্রিয়া আনতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) শপথ নেয়ার পর প্রশাসনিক কার্যক্রম শুরুর দিন এ বিলে স্বাক্ষর করবেন বাইডেন। শত পৃষ্ঠার বিল প্রস্তুতে যুক্ত একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন এ তথ্য।

এর আগে বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, ‘প্রথমদিনই’ বাইডেন কংগ্রেসে অভিবাসন বিল পাঠাবেন।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরি অভিবাসন নীতি থেকে বেরিয়ে এসে কোটি মানুষের ভাগ্য নির্ধারণে ঐতিহাসিক পদক্ষেপ নেবেন জো বাইডেন। এর মধ্য দিয়ে লাতিন ভোটারসহ অন্য অভিবাসীদের দেয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছেন তিনি। গত চার বছর ট্রাম্প প্রশাসন অভিবাসীদের সঙ্গে অত্যন্ত রুঢ় আচরণ করে। জোরপূর্বক দেশে ফেরত পাঠানোসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় অভিবাসীদের।

প্রেসিডেন্ট প্রার্থী থাকাকালে বাইডেন অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এসব পদক্ষেপকে আমেরিকার মূল্যবোধের ওপর নির্দয় আঘাত হিসেবে উল্লেখ করে বলতেন, তিনি এসব ক্ষতি পুষিয়ে নেবেন।একইসঙ্গে সীমান্ত নিরাপত্তা জারি রাখবেন।

পাস হতে যাওয়া নতুন আইন অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধদের অতীতের করসহ অন্য মৌলিক বিষয়াদি ঠিক থাকলে তারা পাঁচ বছরের সাময়িক নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাবেন। এরপর আসবে তিন বছরের স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, তখন কেউ চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন।

কারো ক্ষেত্রে এ প্রক্রিয়া আরো দ্রুত হতে পারে। যেমন শিশু অবস্থায় অবৈধভাবে যুক্তরাস্ট্রে এসছেন কিংবা কৃষিশ্রমিক ও সাময়িক স্ট্যাটাসপ্রাপ্তরা দ্রুত গ্রিন কার্ড পেতে পারেন। তবে তাদের চাকরি থাকতে হবে। আর শিশুদের ক্ষেত্রে স্কুল পড়ুয়া হতে হবে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সঠিক সংখ্যা জানা অসম্ভব। পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০১৭ সালে এক কোটি পাঁচ লাখ অবৈধ অভিবাসী ছিলেন। ২০০৭ সালে এক কোটি ২২ লাখ। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের তথ্য মতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসী ছিলেন। তাদের ৮০ শতাংশ ১০ বছরের বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছেন। তাদের অর্ধেকের বেশি মেক্সিকান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button