
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশ দেয়ার পরিকল্পনা করেছেন জো বাইডেন। পাশাপাশি নভেল করোনাভাইরাসজনিত মহামারি মোকাবেলায়ও তিনি পদক্ষেপ নেবেন। খবর এপি’র।
কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় না থেকে নির্বাহী আদেশবলে ১০-দিনের তড়িৎ পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আবহ থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন দিশা দিতে চান জো বাইডেন।
যেসব পদক্ষেপ নেবেন
- প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই মুসলিম-প্রধান কয়েকটি দেশ থেকে অভিবাসনে ট্রাম্পের দেওয়া বিধি-নিষেধ তুলে নেবেন।
- প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত যাবেন বাইডেন।
- ফেডারেল কার্যালয়গুলো ও এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন।
- শিক্ষাঋণ আদায়ে নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়াবেন
- মহামারিতে বিপর্যস্ত ব্যক্তিদের যেন ঘরবাড়ি থেকে উচ্ছেদ না করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।
- প্রথম অফিসের দিন আগামী বুধবার (২০ জানুয়ারি) বাইডেন অভিবাসন সংস্কার বিল আনতে পারেন।