
অনাস্থা ভোটের অপেক্ষায় আর থাকলেন না জোজেপ মারিয়া বার্তোমেউ। বার্সেলোনা প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোণঠাসা হয়ে পড়া এ ফুটবল কর্মকর্তা।
স্থানীয় সময় গত সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর বার্তোমেউয়ের সঙ্গে অন্য পরিচালকরাও পদত্যাগ করেন। উদ্ভূত পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইএসপিএন এফসি’র প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে। তারাই ক্লাবের দৈনন্দিন কাজ দেখভাল করবেন।
১২ বছরে প্রথম ট্রফিশূন্য মৌসুম, লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণা ও তা নিয়ে আকাশছোঁয়া বিতর্ক, কোচ বদল, অভ্যন্তরীন নানা সমস্যা-সব মিলে চরম অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। সবকিছুর দায় পড়েছিল বার্তোমেউয়ের ওপর।
অনিচ্ছা সত্ত্বেও কাম্প ন্যূয়ে থেকে যাওয়ার পর অধিনায়ক মেসির করা কড়া সমালোচনা ক্লাব প্রধানের চেয়ারকে নাড়িয়ে দেয় আরও। নীরবতা ভেঙে সম্প্রতি তার তীব্র সমালোচনা করেন দলের অভিজ্ঞ ফুটবলার জেরার্ড পিকেও। অবশ্য সব ঝড় সামলে গত সোমবার সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছিলেন বার্তোমেউ। এক দিনের বেশি সে ভাবনায় অটল থাকতে পারলেন না ৫৭ বছর বয়সী এ কর্মকর্তা।