জাতীয়

বাসে আগুন: ১৬ মামলায় গ্রেপ্তার ৪৭

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ থানায় ১৬ মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন আজ দুপুরে এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল থানায় ১৬ মামলা করা হয়েছে।

ওয়ালিদ হোসেন বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শাহবাগ থানা ৬ জন, পল্টন থানা ৯ জন, বংশাল থানা ৭ জন, কলাবাগান থানা ২ জন, তুরাগ ১ জন, উত্তরা পূর্ব ৯ জন, খিলক্ষেত ২ জন, সূত্রাপুর ৮ জন, ভাটারা থানা ১ জন ও মতিঝিল থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া এজাহারনামীয় অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিএমপির বিভিন্ন থানা পুলিশ সূত্রে জানা গেছে, পল্টন থানার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অঞ্চল-১৫ এ পার্ক করা গাড়িতে (ঢাকা মেট্রো জ-১১০৪৭৪) দুপুর ১২টা ৫ মিনিটে, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (ঢাকা মেট্রো ব-১১-৭৫১৫) দুপুর ১টায়, রমনা হোটেলের সামনে ভিক্টর পরিবহনের চলতি বাসে (ঢাকা মেট্রো গ ১৫-০৫৮৯) দুপুর ১টা ২৫ মিনিটে, শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের সামনে দেওয়ান পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ঘ -১৩-১৫৭২) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয়ের উত্তর গেটে রজনীগন্ধা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব ১২-০৬৪৪), দুপুর ২টা ১০ মিনিটে, বংশাল থানার নয়াবাজার এলাকায় দিশারী পরিবহনে (ঢাকা মেট্রো ব ১১-৯২৫৫), দুপুর ২টা ২৫ মিনিটে, পল্টন থানার পার্কলিংয়ে জৈনপুরী পরিবহনের বাসে (চট্ট মেট্রো জ ১১-০৭১৮) দুপুর ২টা ৪৫ মিনিটে, মতিঝিলের পূবালী পেট্রলপাম্পে বিআরটিসির দোতলা বাসে (ঢাকা মেট্রো ব ১১-৫০০১) বিকেল ৩টায় এবং ভাটারার কোকাকোলা মোড়ে ভিক্টর পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৫৩২৫) বিকেলে সাড়ে ৪টার দিকে এসব আগুনের ঘটনা ঘটে। এছাড়া সন্ধ্যা ছয়টার দিকে উত্তরার আজমপুরে পরিস্থান পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-৮৮৩৩) আগুন দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button