জাতীয়

বাস রুট প্রকল্পে ঋণ চান দুই মেয়র

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০০ কোটি টাকা ঋণ চেয়েছেন দুই মেয়র।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাস ফ্রেঞ্চাইজ কমিটির সভায় এ কথা জানান দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের কথা ভাবছে দুই সিটি করপোরেশন। মালিকদের মতামতের ভিত্তিতে আমরা এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা একটি চিঠি দিব, যাতে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।’

আরো বলেন, ‘যে বাসগুলো এই রুটে চলবে তা আধুনিকায়ন করার জন্য যা খরচ হবে বা বিনিয়োগ করতে হবে সেটা যেন এখান থেকে করতে পারে। অন্যান্য খাতের মতো স্বল্প সুদে মালিকরা যেন এই ঋণ পেতে পারে সে ব্যাপারেও আমরা চিঠি লিখব।’

সভায় রুট পরিবর্তন সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে চিন্তা করেছিলাম ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুট করা হবে। পরে বাস মালিকদের সঙ্গে কথা বলে ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি।’

তিনি জানান, বাস বে ও স্টপেজের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪টি জায়গা নির্ধারণ করা হয়েছে।

মেয়র তাপস বলেন, ‘পরিবহন মালিকদের নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যেই কোম্পানির জন্য নীতিমালার খসড়া তৈরি হবে। ২৬ জানুয়ারি বিআরটিএ এই রুটগুলোতে ভাড়া নির্ধারণের জন্য সভা ডেকেছে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে রাস্তায় কোনো কোম্পানির বাসই থাকতে দেয়া হবে না। সবাইকে নিজ নিজ জায়গায় বাস রাখতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button