
খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ কেন্দ্র করে জেলার সঙ্গে বন্ধ আছে ১৮ রুটের পরিবহন চলাচল। নগরীর শহীদ মহারাজ চত্বরে আজ শনিবার বেলা আড়াইটার দিকে সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বিএনপির সমাবেশ কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে পরিবহন চলাচল বন্ধ রাখে খুলনা বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি।
নগরীর কে ডি ঘোষ রোড এলাকার দলীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে প্রস্তুতি সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শনিবারের সমাবেশ যেকোনো মূল্যে অনুষ্ঠিত হবে। হঠাৎ করে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করে কোনো লাভ নাই। পরিবহন বিভাগের মালিকদের ডেকে নিয়ে খুলনার সব গাড়ি চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেও সমাবেশ বন্ধ করা যাবে না।’
সমাবেশের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘করোনার মধ্যে উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই। সমাবেশ করতে চাইলে তারা দলীয় কার্যালয়ে করতে পারে।’
বাস চলাচল বন্ধের বিষয়ে খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো. নুরুল ইসলাম বেবী বলেন, ‘আমাদের কয়েকটি রুটের দ্বন্দ্বের কারণে ২৪ ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।’
খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে শ্রমিকদের বিশ্রামের জন্য ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির সমাবেশে বিশৃঙ্খলার আশঙ্কায় আজ শনিবার ভোর থেকে খুলনার সব ঘাটে ট্রলার ও নৌকা পারাপার বন্ধ রেখেছেন জেলার লঞ্চ ও ঘাটমাঝিরা।
পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, খুলনা মহানগরীতে বাস চলাচল বন্ধ থাকলেও ফুলতলা, চুকনগর ও কাটাখালী থেকে বাস চলাচল স্বাভাবিক আছে।
আজ ভোর থেকে নগরীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল জানান, মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার শাহজাহান ওমরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।