জাতীয়

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে বিজিবি’র বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের ফোরকান আহমদের ছেলে মো. জোবায়ের ও কুতুপালং ক্যাম্পের মৃত আমির হামজার ছেলে দিন মোহাম্মদ।

ওসি জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে কিছু ব্যবসায়ী। এমন সংবাদ পায় বিজিবি। পরে ৫ মাদক ব্যবসায়ী সীমান্তে প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক ব্যবসায়ীরা টহল দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিতে দুই মাদক ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিজিবি সদস্যরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button