অর্থনীতি

বিমানের টিকিট হোটেল বুকিংও করা যাবে বিকাশে

বাংলাদেশের ভেতরে ভ্রমণ সহজ করার লক্ষ্যে নতুন সেবা এনেছে বিকাশ। হোটেল বুকিং থেকে শুরু করে বিমানের টিকিট- সব কিছুর বিল এখন থেকে দেওয়া যাবে এ অ্যাপ ব্যবহার করে।

ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটার ব্যবস্থা আগে থেকেই রয়েছে বিকাশে।

বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যোগ হয়েছে ‘গো জায়ান’ নামের ভ্রমণ বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত দেশের হোটেল ও বিমানের ভাড়া পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপ দিয়ে।

বিকাশের অ্যাপে ‘বিডিটিকিটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও পাওয়া যায় আগে থেকে।

গো জায়ান যুক্ত হওয়ায় বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেওয়ার প্রক্রিয়াও একদম সহজ হয়ে গেছে বলে জানা গেছে।

হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করে পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় প্রভৃতি নির্বাচন করে বুকিং দেওয়া যায়।

টিকিট কাটার জন্য বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান, বাস, ট্রেন, লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোনো খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button