অপেক্ষার পালা শেষ। মা হলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আজ সোমবার (১১ ডিসেম্বর) কন্যা সন্তানের মা হয়েছেন এ সেলিব্রেটি।
একটি ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি।
কোহলি লেখেন, “আজ বিকেলে আমাদের কন্যা সন্তানের আগমন ঘটেছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আনুশকা ও নবজাতক দুজনই ভালো আছে। আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। সবার জন্য ভালোবাসা।”
এই খবরে তাদের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কন্যা সন্তানের নাম কী রাখা হবে তা নিয়ে চলছে জল্পনা।
২০১৭ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা।