পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।
তার মতে, সমাজের সবাইকে সাহায্য করতে সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সেবা দান জরুরি। নারীদের হাতে অর্থের নিয়ন্ত্রণ তুলে দেওয়া মানে একটি পরিবারের পুষ্টিকর খাদ্য, শিক্ষা অর্জন নিশ্চিত করা।
অভাব দূর করতেও নারীরা অনেক জরুরি পদক্ষেপ নিয়ে থাকেন বলে জানান বিল গেটস। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত ফিনটেক ফেস্টিভেলে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্য অনুযায়ী, নারীদের হাতে অর্থের নিয়ন্ত্রণ থাকার হার খুব বেশি নয়। নিম্ন আয়ের দেশগুলোয় মাত্র ৩৫ শতাংশ মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। উচ্চ মধ্যম ও নিম্ন মধ্যম আয়ের দেশে এই হার ৫৮ থেকে ৭৩ শতাংশ। উচ্চ আয়ের দেশগুলোয় ব্যাংক অ্যাকাউন্ট থাকার হার ৯৪ শতাংশ। তবে সব ক্ষেত্রেই নারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকার হার কম। উন্নয়নশীল দেশগুলোয় সবার জন্য সমান সুবিধা নিশ্চিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনেকদিন ধরেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করছে।
বিল গেটস জানিয়েছেন, তার ফাউন্ডেশন ডিজিটাল আইডেন্টিটি সলিউশন তৈরিতে বিনিয়োগ করেছে। যেমন ভারতভিত্তিক ওপেন সফটওয়্যার এমওএসআইপি ব্যবহার করে সরকার ডিজিটাল পরিচয়পত্র তৈরি করছে। এর মাধ্যমে সব নাগরিককে ব্যাংকিং সেবাসহ অন্যান্য সুবিধা দিতে পারবে ভারত সরকার।