
বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬৩৪তম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৭০২তম অবস্থান দখল করেছে। এ তালিকায় দেশের ১৭৩ সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ঢাবি ও বুয়েট।
দুইশ’র বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিকসের জানুয়ারি ২০২১ সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সম্প্রতি ১৮তম সংস্করণ প্রকাশ করেছে। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিকস নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র্যাংক প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ে এটি প্রকাশ করা হয়।
গত বছরের জুলাই সংস্করণে দেশের ১৬৮ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থানে ছিল বুয়েট। এবার ঢাবি ও বুয়েটের পর শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২১৮১), রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৫৭), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (২৬৬২), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৬৬৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৭২১), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২৭৭৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২৮০৩) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৩১০১)।
বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম ১০টির মধ্যে আটটি যুক্তরাষ্ট্রের। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো- ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, কর্নেল বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, ইয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো ও টরেন্টো ইউনিভার্সিটি।
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যের পাশাপাশি তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নেয়া হয় এ র্যাংক তৈরির জন্য। ওয়েবসাইটের তথ্য ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ ও টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নেয়া হয়।