
২০২০ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) গত বছরের চেয়ে ১৩ ধাপ এগিয়ে ক্ষুধা দূরীকরণে বাংলাদেশ অগ্রগতি বজায় রেখেছে।
জিআইএইচ ২০২০-এ ২০ দশমিক ৪ স্কোর নিয়ে বাংলাদেশ ১০৭ দেশের মধ্যে ৭৫তম স্থান অর্জন করেছে। গত বছর ১১৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে যৌথভাবে প্রকাশিত জিএইচআই রিপোর্ট অনুসারে, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। প্রতিবেশী এ দুই দেশ জিআইএইচ ২০২০-এ যথাক্রমে ৯৪তম ও ৮৮তম স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে, শ্রীলঙ্কা ৬৪তম এবং নেপাল ৭৩তম স্থানে থেকে সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।
জিএইচআই হ’ল এমন একটি পর্যালোচনাকৃত বার্ষিক প্রতিবেদন যা বিশ্ব, আঞ্চলিক ও দেশ পর্যায়ে ক্ষুধা নিখুঁতভাবে পরিমাপ ও সনাক্ত করতে কাজ করে। ক্ষুধা মোকাবেলায় অগ্রগতি এবং বিপর্যয়সমূহ মূল্যায়ন করতে প্রতি বছর জিএইচআই স্কোর গণনা করে থাকে।
জিএইচআই ক্ষুধা বিরোধী সংগ্রামে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে বোঝার জন্য দেশ ও অঞ্চলগুলির মধ্যে ক্ষুধার মাত্রার তুলনা করার একটি উপায় বের করে। বিশ্বের যেসব অঞ্চলে ক্ষুধার হার সবচেয়ে বেশি এবং যেখানে অতিরিক্ত প্রচেষ্টা গ্রহণের প্রয়োজন রয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্যও এটি কাজ করে থাকে।