নব্বুইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বিয়ের পিঁড়িতে বসেছেন। তার স্বামীর নাম রেজা আমিন সুমন। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আবহে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী। একটি ফেসবুক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন তিনি।
সেখানে তিনি লেখেন, “শুভকামনা বন্ধু শমী কায়সার তোর নতুন জীবনের জন্য। অনেক ভালো থাকিস সবসময়। কারণ, তুই সবসময় সুন্দর জীবনযাপন করতে চেয়েছিস। সুখী হ এই কামনা।”
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে শমী অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক।
অন্যদিকে শমী কায়সারের স্বামী রেজা আমিন পেশায় একজন ব্যবসায়ী। তিনি ইউরো ভিজিল লিমিটেড নামক কোম্পানির সিইও।
এটি শমীর তৃতীয় বিয়ে। ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক পরিচালক রিঙ্গোকে বিয়ে করেন তিনি। দু’বছর পর তাদের বিচ্ছেদ হয়ে গেলে, ২০০৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন তিনি।
টেলিভিশন ও মঞ্চ নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শমী। ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার।