জাতীয়

বেগমগঞ্জ নির্যাতন মামলায় অভিযোগপত্র জমা

নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় দেলোয়ার হোসেন দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। এর মধ্যে ধর্ষণ মামলার অভিযোগত্র ১০০ পৃষ্ঠার ও ধর্ষণচেষ্টা মামলার অভিযোগপত্র ৩৩২ পৃষ্ঠার।

জড়িত থাকার প্রমাণ না মেলায় ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত নয় আসামির মধ্যে এক জনকে নিষ্কৃতি দেয়া হয়েছে। এ ছাড়া তদন্তে এজাহারের বাইরে আরও ছয় জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

ধর্ষণ মামলায় পাঁচ জন ও ধর্ষণচেষ্টা মামলায় ৩০ জনের সাক্ষ্য নিয়েছে পিবিআই।

গেল ২ সেপ্টেম্বর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়। ৩২ দিন পর ৪ অক্টোবর সে ভিডিও ফেসবুকে প্রকাশ করা হলে দেশজুড়ে প্রতিবাদ ওঠে। প্রতিক্রিয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ভুক্তভোগী নারী নয় জনের বিরুদ্ধে দুটি মামলা করেন। একটি নির্যাতনের ঘটনায়, একটি পর্নোগ্রাফি আইনে।

প্রথম দুই মামলার এজাহারভুক্ত আসামি হলেন নুর হোসেন বাদল, মো. আবদুর রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, মাইন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, মোস্তাফিজুর রহমান আরিফ ও রহমত উল্যাহ।

এদের মধ্যে রহমত উল্যাহকে নিষ্কৃতি দেয়া হয়েছে।

ধর্ষণচেষ্টা মামলায় পিবিআইয়ের তদন্তে এজাহারের বাইরে যে ছয় জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারা হলেন দেলোয়ার হোসেন দেলু, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ, মোয়াজ্জেম হোসেন সোহাগ ও মিজানুর রহমান তারেক। তাদের মধ্যে জামাল উদ্দিন, আবদুর রব, মিজানুর রহমান তারেক ও মোস্তাফিজুর রহমান আরিফ পলাতক।

প্রথম দুই মামলার পর দেলোয়ার ও আগের দুই মামলার আসামি আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী।

পিবিআইয়ের অভিযোগপত্রে দুই জনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুজনের মধ্যে আবুল কালাম ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button