বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা, মডেল ও সঙ্গীতশিল্পী তাহসান খান ও মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর।
২৫ অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানে ব্যাংকটির করপোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের উপদেষ্টা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, কোম্পানি সচিবসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তাহসান ও মরিয়া।