অর্থনীতি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো উন্মোচন

গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ও নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, এমপি আনুষ্ঠানিক লোগো উন্মোচন হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের (বিজিসিবি)।

এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীর, ব্যাংকের উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ ও উপদেষ্টা শহিদ হোসেন উপস্থিত ছিলেন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। তাই করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হবে সে সব ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি আমানতকারীদের অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করে তাদের স্বার্থরক্ষা করা হবে বিজিসিবি’র মূল দৃষ্টিভঙ্গি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, আর্থিক ব্যবস্থাপনা ঠিক থাকলে সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের স্বপ্নদ্রষ্টা মোরশেদ আলম, এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক দেশের ব্যাংকিং জগতে নতুন এক ইতিবাচক ধারণা ও মনোভাব নিয়ে যাত্রা করবে ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ৬ষ্ঠ প্রজন্ম ও দেশের সর্বকনিষ্ঠ ব্যাংক হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি গ্রাহকবান্ধব ডিজিটাল ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। গ্রাহককে যেন ব্যাংকে আসতে না হয় সেজন্য ব্যাংকিংসেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ব্যবসা দাঁড় করাতে শুরুর দিকে অর্থনৈতিক সহযোগিতা জরুরী। আর সে সহযোগিতা করে নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে চায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বর্তমানে ব্যাংকিং খাতে নানামুখী চ্যালেঞ্জ আছে। মানুষের আস্থার সংকটও আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে এ ব্যাংক। পাশাপাশি এ ব্যাংকের উদ্যোক্তাদের ব্যবসার সুখ্যাতিকে ভিত্তি করে বড় করপোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট প্রতিষ্ঠানের সঙ্গেও ব্যবসা করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ব্যাংক দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে এগোবে, রাখবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকতে চায়- ব্যাংকের এ অঙ্গিকারকে সাধুবাদ জানান বাণিজ্যমন্ত্রী।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশের সদ্য অনুমোদিত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ৬০তম ব্যাংক হিসেবে এটি যাত্রা করতে যাচ্ছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির উদ্যোক্তা ২৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button