
অর্থনীতিতে এশিয়ান টাইগারে পরিণত হওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এমনই মনে করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়াজ। এর জন্য বাংলাদেশের ‘বেটার ব্র্যান্ডিং’ প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি।
ডাচ রাষ্ট্রদূত বলেন, কৃষি ও হালকা প্রকৌশল খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রেখেছে, সেটাই প্রমাণ করে যে বাংলাদেশে প্রচুর কর্মশক্তি রয়েছে। এই কর্মশক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশ নিডস বেটার ব্র্যান্ডিং। আর এই ব্র্যান্ডিং করতে পারলেই বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ান টাইগারে পরিণত হবে।
নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত দুই দিনব্যাপী (৮-৯ ডিসেম্বর) ভার্চুয়াল বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে গতকা মঙ্গলবার (৮ ডিসেম্বর) ডাচ উদ্যোক্তা ও উদ্ভাবক এবং অংশগ্রহণকারীরা এমন মন্তব্য করেন। পাশাপাশি ডাচ উদ্যোক্তা ও উদ্ভাবকরা বাংলাদেশের কৃষি ও হালকা প্রকৌশল খাতে অধিকতর সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।