আইন-আদালত

বৈবাহিক ধর্ষণ: আইন সংশোধনে পদক্ষেপ চায় হাইকোর্ট

বিবাহিত নারী ও কিশোরীদের স্বামী কর্তৃক ধর্ষণের বিচার প্রাপ্তির অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কয়েকটি আইনে। এসব আইনের সংশোধন চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।

দণ্ডবিধির যেসব ধারায় বিবাহিত নারীদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করে সেসব আইন বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

গতকাল বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক, নারীপক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশন গত ১ নভেম্বর এ রিট করে। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেয়।

আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জেনিফা জব্বার ও শারমিন আক্তার।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button