জাতিসংঘের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যপূরণ ‘নাগালের’ দিকে যাচ্ছে বলে এক বিশ্লেষণে জানানো হয়েছে। খবর বিবিসির।
চীনসহ কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের কার্বন পরিকল্পনার অঙ্গীকারকে সম্ভাবনা হিসেবে দেখছে ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ নামের একটি সংস্থা।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, চলতি শতাব্দী শেষ হওয়ার আগে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২.১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে। আগের হিসেবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখার কথা বলা হয়। তাপমাত্রা ওই মাত্রায় গেলে প্রভাব হবে ভয়াবহ।
তবে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনার সঙ্গে দীর্ঘমেয়াদী আশাবাদের মিল নেই বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এক দশকেরও বেশি সময় ধরে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের গবেষকরা দেশগুলোর সম্মিলিত কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে।