
ব্যবসার বদলে জনসেবা করতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে সরকারপ্রধান এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, ‘আমি এটা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি। জনগণের সেবা করতে এসেছি; সেবক হিসেবে এসেছি। নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। কারও কাছে হাত পেতে আমরা চলতে চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ছিয়ানব্বই সালে যখন আমি সরকার গঠন করি, দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমি এটা বলব, যারা ক্ষমতায় ছিল, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা কখনো চায়নি।
আরও বলেন ‘আমদানির ওপরই বেশি তাদের আন্তরিকতা ছিল। তার কারণ হলো তাদের নিজেদের কিছু লোক আমদানি করে ব্যবসা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেই। আগের আইন পরিবর্তন করে নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করি। খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিতের জন্য আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছি। একসময় আমাদের দেশ থেকে চিংড়ি বা অন্যান্য কিছু রপ্তানি হতো। কিন্তু এতে প্রতিবন্ধকতা তৈরি হতো এই জন্য যে, এই পণ্যগুলোকে কখনো ল্যাবরেটরিতে টেস্ট করা যেত না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন সরকারে আসি ছিয়ানব্বই সালে তখনও এ সমস্যাটা আমরা দেখেছিলাম, যার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি ফুড টেস্টিং ল্যাবরেটরি একান্তভাবে দরকার। তার সাথে চিংড়ি থেকে শুরু করে অন্যান্য মাছ নিয়ে গবেষণা।আমাদের একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। আমি অনেক কৃষি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে করে দিয়েছি যাতে গবেষণা হয় এবং গবেষণায় বিশেষ বরাদ্দও আমি দিয়েছি। গবেষণা ছাড়া আসলে কখনো উৎকর্ষ সাধন করা যায় না। আজকে লবণাক্ততা সহিষ্ণু ধান অথবা খরা সহিষ্ণু ফসল উৎপাদন, বিভিন্ন তরি-তরকারি, ফল, অনেক বিদেশি ফলমূলও এখন এখানে উৎপাদন হচ্ছে।’