আইপিএলের ১৪তম আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়শূন্য রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং ব্যর্থতায় ডেভিড ওয়ার্নারের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৩ রানে হেরেছে।
শনিবার (১৭ এপ্রিল) চেন্নাইর চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দাপুটে করে হায়দ্রাবাদ দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো মিলে ৭.২ ওভারে ৬৭ রান তুলে ফেলেন। কিন্তু অবশেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারিনি হায়দ্রাবাদ।