অর্থনীতি

ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম

আসবাবপত্রে ফ্যাশনেবল কে না থাকতে চান। বাড়ির গৃহকর্তা ও কর্ত্রীর রুচির পরিচয় মেলে ড্রয়িংরুমের আসবাবে। আর শহুরে জীবনে তিন বছরে একবার ফার্নিচার বদল নতুন ট্রেন্ড। ফার্নিচার ব্যান্ডগুলোও প্রাধান্য দিচ্ছে মানুষের পছন্দকে।

এ ক্ষেত্রে ব্রাদার্স ফার্নিচার বেশ এগিয়ে রয়েছে। দেশের আসবাব শিল্পে ব্রাদার্স ফার্নিচার সুপরিচিতি একটি ব্র্যান্ড। মানুষের দোরগোড়ায় উন্নতমানের আসবাব পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি সম্প্রতি তিনটি নতুন শোরুম উদ্বোধন করেছে।

সিলেট, জয়পুরহাট ও রাজধানীর শ্যামলীতে এ শোরুমগুলোর উদ্বোধন হয়েছে।

২০ অক্টোবর শ্যামলীতে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচারের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক শরীফুজ্জামান সরকার, হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বকশী, শ্যামলী শোরুমের অ্যাসোসিয়েট আমিনুল ইসলাম ও ফাইজুল ইসলাম ফয়েজ, ব্রাদার্স ফার্নিচার লিঃ এর ডেপুটি ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) রাশেদুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button