
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তিতে কয়েক দশকের পুরনো কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে ওয়েব ব্রাউজার নেটস্কেপ কমিউনিকেটর ও মজিলা মেইলও রয়েছে। খবর বিবিসির।
বিশেষজ্ঞদের ধারণা, নতুন চুক্তিটি লেখার সময় আগের আইনের বক্তব্য হুবহু কপি করেছেন কর্মকর্তারা। বাণিজ্যচুক্তির ৯২১ নম্বর পৃষ্ঠার এনক্রিপশন টেকনোলজি অংশে পুরনো সফটওয়্যার ব্যবহারের কথা বলা হয়েছে।
চুক্তিতে এমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করা হয়েছে, যেগুলো সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে। এতে বলা হয়, ‘আউটলুক, মজিলা মেইল, নেটস্কেপ কমিউনিকেটর ৪.এক্সসহ অন্য আধুনিক ই-মেইল সফটওয়্যার’ ব্যবহার করা যাবে।
মজিলা মেইল, নেটস্কেপ কমিউনিকেটর ৪.এক্স অনেক আগে বিলুপ্ত হয়েছে।
এ ছাড়া ১০২৪-বিট আরএসএ এনক্রিপশন ও এসএইচএ-১ হ্যাশিং অ্যালগরিদম ব্যবহারের কথাও চুক্তিপত্রে বলা হয়েছে, যেগুলো মান্ধাতার আমলের। এ সফটওয়্যারগুলোতে সাইবার হামলা চালানো তুলনামূলক সহজ।
হ্যাকিং ওয়েবসাইট হ্যাকএডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চুক্তির খসড়া করার সময় কোথাও ভুল হয়েছে। দেখে মনে হচ্ছে, কোনো ক্লান্ত সরকারি কর্মচারী ১৯৯০ দশকের নিরাপত্তা নথি থেকে সেসব টুকেছেন।’