২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বড়দিন সামনে রেখে বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রজ বলেছেন, এবারের বড়দিনের প্রার্থনা হবে মহামারী মুক্তির প্রার্থনা।
আর্চবিশপ বলেন, এবারের বড়দিন ভিন্ন পরিপ্রেক্ষিতে হচ্ছে। বিশ্বজুড়ে চলছে কোভিড মহামারী। এর প্রভাবে পুরো পৃথিবীর মতো বাংলাদেশও আক্রান্ত। আমরা এ পরিস্থিতি থেকে মুক্তি চাই। তাই এবারের প্রার্থনা হবে, মহামারী মুক্তির প্রার্থনা।
তিনি বলেন, আমরা বিশ্ব মানবতার মুক্তির জন্য প্রার্থনা করবো। সব ধর্ম, সব সম্প্রদায়, সকল সৃষ্টিকূলের সুরক্ষার জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করবো। আমরা সেদিন নিজেদেরকে স্রষ্টার কাছে আধ্যাত্মিকভাবে নিবেদন করতে চাই।
মহামারীকালে বড়দিন উৎসব, চার্চে লোকসমাগম ও স্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এবার সীমিত আকারে এ উৎসব পালন করবো। কারণ, আমরা ব্যাথাতুর। আমরা বহু স্বজন হারিয়েছি এই মহামারীতে। তাই এবারের উৎসব পালিত হবে সীমিত পরিসরে। দেশের সকল উপাসনালয়ে আমরা এ বার্তা পৌঁছে দিয়েছি। প্রতিটি চার্চে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে হ্যান্ড স্যানটাইজিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকেও জানিয়েছি। তারাও আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।’
তিনি আশা প্রকাশ করেন, কোনো ধরনের প্রতিকূলতা ছাড়াই এবারের বড়দিন পালন করা হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, এ কথাও তিনি জানান।
আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ ১৯৫৬ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। ২০১১ সালের ৮ জুলাই সিলেটের বিশপ হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি খুলনাতেও একই দায়িত্ব পালন করেছেন। এ বছরের ১ অক্টোবর তিনি ঢাকাস্থ বাংলাদেশ রোমান ক্যাথলিক চার্চের নতুন আর্চবিশপের দায়িত্ব পান।