আন্তর্জাতিক

ভয়ঙ্কর যুদ্ধজাহাজ উদ্বোধন চীনে

চীন-আমেরিকা উত্তেজনার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্কর নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন করলো চীন। জানা গেছে, যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে বেশি শক্তিশালী টাইপ ০৭৫ উভয়চরে হামলায় সক্ষম। হাইনান নামের এই জাহাজ এখন চীনের পিএলএ নেভির সবচেয়ে বৃহৎ এবং অন্যতম উচ্চভিলাষী প্রকল্প। 

শত্রুপক্ষের জন্য ভয়ঙ্কর আতঙ্কের এই যুদ্ধজাহাজ প্রায় ৪০ হাজার টন ওজন বিশিষ্ট, যাতে একইসঙ্গে ৩০টি হেলিকপ্টার এবং শতাধিক সেনা বহন করতে সক্ষম। যা চাইনিজ মেরিন কর্পসকে প্রায় সম্পূর্ণ পরিবহন করা এবং তাদেরকে বৈরী অঞ্চলে নামাতে সক্ষম।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত শুক্রবার সান্যা নৌ-বন্দরে এটির উদ্বোধন করেন। এরপর থেকেই যুদ্ধজাহাজটি নিয়ে অত্র অঞ্চল এবং বিশ্বব্যাপী সামরিক উদ্বেগ দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও প্রতিরক্ষা পরামর্শক কার্ল শুস্টার এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র : গ্লোবাল টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button