রাজধানীর ভাটারায় অবৈধ মদের কারখানায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় যে ‘বিষাক্ত’ মদ তৈরি হচ্ছে, তা পান করে মানুষের প্রাণহানিও হচ্ছে।
অবৈধ মদের কারখানা নির্মূলে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ গতকাল সোমবার রাতে ভাটারার খিলবাড়িরটেক মুক্তি পল্লীর ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়। এতে ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা সহযোগিতা করেছে।
এরইমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি রাজধানী ও এর বাইরে মদপানে মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে।