
চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। পঞ্চম ও শেষ দিন ৪২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯২ রানে অলআউট হয় ভারত। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল।
চেন্নাইয়ে শেষ দিন এক উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করা ভারত গুটিয়ে যায় দুই সেশনেই। ৫৮.১ ওভারে তাদের অলআউট করে দেয় ইংলিশ বোলাররা।
পঞ্চম দিনে ৩৮১ রান সংগ্রহ করার লক্ষ্যে নেমে অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার শুভমান গিল ছাড়া ভারতের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। কোহলি করেন ৭২ রান, গিল ৫০।
সকালের শুরুতে চেতেশ্বর পুজারাকে আউট করেন জ্যাক লিচ। অভিজ্ঞ এ ব্যাটসম্যান ফেরেন ১৫ রান করে।
কোহলি ও গিল চেষ্টা করেন প্রতিরোধ গড়ার। হাফ সেঞ্চুরি করে গিল ফিরে গেলে একাই লড়তে হয় ভারতীয় অধিনায়ককে।
৫০ রান করা গিলকে আউট করেন জেমস অ্যান্ডারসন। একই ওভারে আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলেন এই অভিজ্ঞ পেসার।
অ্যান্ডারসনের বলে রিশাভ পান্ট ১১ রান করে বিদায় নিলে পরাজয় মোটামুটি নিশ্চিত হয় ভারতের। এরপরের ব্যাটসম্যানরা আসা-যাওয়াতে ব্যস্ত ছিলেন। ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি করে কোহলি ফেরেন ৭২ রানে।
লিচ ও আর্চার মিলে মুড়ে দেন ভারতের লেজ। দুই সেশনের আগেই অলআউট হয় ভারত। ইংল্যান্ড পায় বড় জয়।
লিচ ৭৬ রানে চার আর অ্যান্ডারসন ১৭ রানে তিন উইকেট নেন।