
রাজধানীসহ সারাদেশে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। অথচ এর মাঝেও চড়া দামে সবকিছুর বেচাকেনা চলছে।
প্রায় প্রতিদিনই ঢাকার ২-৩টি এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সরকারের এ প্রতিষ্ঠানটি। অভিযানে নানা অনিয়মের কারণে ব্যাবসায়ীদের জরিমানাও করা হচ্ছে। তবু তাতে কাজ হচ্ছে না তেমন।
অভিযানের মধ্যেও রাজধানীর বাজারগুলোয় ৪৫-৫০ টাকায় আলু বিক্রি হচ্ছে। যদিও তার সরকার নির্ধারিত মূল্য ৩৫ টাকা। সবচেয়ে মোটা চালও বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা কেজিতে যার সরকার নির্ধারিত মূল্য ৩৭ টাকা কেজি।
সংস্থাটির দেওয়া তথ্যমতে, ১৫ নভেম্বর ৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ১৩ নভেম্বর ২৬ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার ৫০০ টাকা, ১২ নভেম্বর ১১৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভাবে প্রতিদিন অভিযান ও জরিমানা করা হচ্ছে।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, পণ্যের দাম তদারকির সময় আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা মনিটর করা হয়।
তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থ লঙ্ঘনের অপরাধে কেউ জড়িত থাকলে জরিমানা করা হয়।