প্রধান প্রতিবেদন

ভয় পাবেন না, টিকা নিন

দেশের সব মানুষ যেন করোনাভাইরাস-প্রতিরোধী টিকা নেন, তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে তিনি এই আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা করোনাভাইরাস মোকাবিলা করছি। আমি সকলকে অনুরোধ করব, আনসার ভিডিপির প্রত্যেকটা সদস্যকে, প্রতিটি মানুষ যেন এই করোনার টিকাটা নেয়। কারণ টিকা দেয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনেকেই ভয় পান, সুঁই ফোটাতেই ভয় পান। এ রকমও কিছু কিছু মানুষ আছে। কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন, স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলার পাশাপাশি টিকাটাও তারা নেন, সময়মতো সে ব্যবস্থাটা আমরা করেছি। আমরা আপনাদের সহযোগিতাও চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নিবন্ধনের জন্য আমাদের যে ডিজিটাল সেন্টার আছে, সেই সেন্টারে গিয়েই সবাই নিবন্ধন করতে পারবেন। তার মাধ্যমে নিজে এবং পরিবারের সকল সদস্যও যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে আনসার ভিডিপিকেও আমি অনুরোধ করছি, আপনারাও গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন যেন এই মহামারি, যেটা আজকে বিশ্বব্যাপী দেখা গেছে, তার হাত থেকে অন্তত বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায়, এ জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। এর ১০ দিন পর সারা দেশে একযোগে শুরু হয় গণটিকা কর্মসূচি। এখন পর্যন্ত মন্ত্রী, সংসদ সদস্য, মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button