মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফেরত আসা ২১৯ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম কোর্ট) হাইকোর্টকে এ তথ্য দিয়েছেন। এখন থেকে তাদের আর এ মামলায় হাজিরা দিতে হবে না বলেও জানানো হয়েছে।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সবাইকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই মামলার তাদের আর হাজির হতে হবে না।