
সৌন্দর্যের আরেক নাম দক্ষিণা হাওয়া সি-বিচ। এখানে উপভোগ করা য়ায় সাগরের উত্তাল ঢেউ, সূর্যোদয়-সূর্যাস্ত, অতিথি পাখির সমারোহ ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য।
মাত্র ছয় মাসের মধ্যে দেশের ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ভোলার মনপুরা উপজেলার বিচটি। তাই দিন দিন বাড়ছে পর্যটক। স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজলের উদ্যোগে ২০২০ সালের ৩১ জুলাইয়ে শুরু জায়গাটির সৌন্দর্য বর্ধনের কাজ।
উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে একটি বিচ দক্ষিণা হাওয়া। সাগরের মোহনা ও দক্ষিণা বাতাসের কারণে এর এমন নামকরণ করা হয়েছে।
এ বিচে উপভোগ করা যায় সাগরের ঢেউ, প্রাকৃতিক বনায়নের সবুজ সমারোহ, অতিথি পাখি, হরিণ, সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য।রয়েছে পর্যটকদের বসার বেঞ্চ, দোলনা, মোটরসাইকেল ও স্পিডবোর্ডে ঘুরে বেড়ানোর সুযোগ।
এখানে সবই সুন্দর হলেও থাকার কোনো ব্যবস্থা নেই। ফলে থাকার জন্য যেতে হয় অনেক দূরে। থাকার ব্যবস্থা করা হলে পর্যটক বাড়ত।
যেভাবে যাবেন
রাজধানীর সদরঘাট থেকে হাতিয়াগামী লঞ্চে চড়ে মনপুরার রামনেওয়াজ ঘাটে নামতে হবে। এরপর মোটরসাইকেল বা অটোরিকশাযোগে বিচে যাওয়া যাবে।