
প্রযুক্তি কর্মীরা ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাইক্রোসফটের সার্টিফিকেট অনলাইনে নবায়ন করাতে পারবেন। সব ব্যবহারকারীকে বিনা খরচে এ সুবিধা দেবে মাইক্রোসফট।
টেক জায়ান্টটি জানিয়েছে, মাইক্রোসফটের লার্ন সাইটে গিয়ে ফ্রি রিনিউয়াল অ্যাসেসমেন্ট পাস করলে সার্টিফিকেট রিনিউ হবে। অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে ছয় মাস সময় পাবেন প্রযুক্তি কর্মীরা। এরপর পরীক্ষার মেয়াদ শেষ হয়ে যাবে।
পরীক্ষা দেওয়ার আগে ফ্রি লার্নিং মডিউল দেবে মাইক্রোসফট।রিনিউয়াল অ্যাসেসমেন্টে পাস করলে সার্টিফিকেটের মেয়াদ আরও এক বছর বেড়ে যাবে।
তবে আগামী বছর থেকে রোল বেজড ও স্পেশিয়ালিটি সার্টিফিকেশনের মেয়াদও কমে যাবে। বর্তমানে একটি সার্টিফিকেটের মেয়াদ সর্বোচ্চ দুই বছর। আগামী বছর থেকে সার্টিফিকেট ইস্যু হওয়ার দিন থেকে পরবর্তী এক বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
ক্লাউড প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। তাই মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। নবায়ন করতে চাইলে ভিজিট করতে হবে এ ঠিকানায়।