
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। ইইউ’র প্রধান এক বিবৃতিতে বলেন, ‘মানবাধিকার নিয়ে চীনের যে রেকর্ড, তাই মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ। কোনো প্রশ্ন ছাড়াই আমরা শক্তিশালী অর্থনৈতিক প্রতিযোগী, তবে এর জন্য আমাদের সরঞ্জাম প্রয়োজন।’
তিনি আরও বলেন, আমাদের ডিজিটাল বাজারের মধ্যে নিরাপত্তার জন্য সরঞ্জাম প্রয়োজন। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও প্রয়োজন। যখন সিস্টেমের কথা আসে, তখন এটি মানবাধিকার এবং মানবিক মর্যাদা, এটাই প্রধান বিষয় যা স্পষ্টভাবে আমাদের বিভক্ত করে।
সময় পূর্বাপর/ হোসেন শাহাদাত