
বাংলাদেশের পথনাটক আন্দোলনের পথিকৃৎ মান্নান হীরা স্মরণে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘মরমী নাট্যমেলা’।
বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উৎস নাট্যদল আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উৎস নাট্যদলের সভাপতি ইমরান হোসেন ইমু বলেন, ‘মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার অন্যতম এক কারিগরের নাম মান্নান হীরা। মান্নান হীরা ও উৎস নাট্যদলের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক। প্রিয় নাট্যবন্ধুকে আমরা তার সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’ শিরোনামে এই উৎসবে অংশ নিচ্ছে আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, নাট্যলোক সিরাজগঞ্জ ও উৎস নাট্যদল।
চার দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দলের নাটক মঞ্চায়িত হবে।
মান্নান হীরা রচিত নাটক নিয়েই সাজানো হয়েছে এই ‘মরমী নাট্যমেলা’।
উৎসবের প্রথম দিন আজ ২৫ ফেব্রুয়ারি উৎস নাট্যদল মঞ্চায়ন করবে নাটক ‘স্বর্ণজননী’। এর নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু।
দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে নাটক ‘ময়ূর সিংহাসন’। এর নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল।
তৃতীয় দিন ২৭ ফেব্রুয়ারি সময় নাট্যদল মঞ্চায়ন করবে নাটক ‘ভাগের মানুষ’। এর নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
চতুর্থ দিন ও শেষ দিন ২৮ ফেব্রুয়ারি নাট্যলোক সিরাজগঞ্জ মঞ্চায়ন করবে নাটক ‘ধীবর গাথা’। এর নির্দেশনা দিয়েছেন আইরিন পারভিন লোপা।