মার্কিন সফটওয়্যার মুঘল রবার্ট ব্রকম্যানের বিরুদ্ধে ট্যাক্স জালিয়াতির অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক খ্যাতনামা সফটওয়্যার প্রতিষ্ঠান রেনল্ডস অ্যান্ড রেনল্ডসের প্রধান নির্বাহী ব্রকম্যান ট্যাক্স কর্তৃপক্ষের কাছে তার দুই বিলিয়ন ডলার আয়ের অঙ্ক লুকিয়ে রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ব্রকম্যান তাদের পারিবারিক কল্যাণ তহবিল ও উপকূলবর্তী কয়েকটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আয়ের বড় একটি অংশ সেখানে লুকিয়ে রেখেছেন। এ কাজে গোপনে যোগাযোগের সময় তিনি কোড নেম ও এনক্রিপ্টেড ইমেইল ব্যবহার করেছেন, যাতে এসব তথ্য ফাঁস না হয়। তার বিরুদ্ধে ভূয়া ঋণ নিরাপত্তা স্কিমেরও অভিযোগ তোলা হয়।