মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে একজন জেনারেলকে দায়িত্ব দেয়া হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
আজ সোমবার ভোরে দেশটির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি দলের নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন নেতাকর্মী সেনা বাহিনীর হাতে আটকের হন। এরপর জরুরি অবস্থার ঘোষণা আসে।
সেনাবাহিনীর দাবি, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি ছিল।
মিয়ানমারের রাজধানী নেপিদোসহ প্রধান শহর ইয়াঙ্গনের কড়া টহলদারির আওতায় নিয়েছে সেনাবাহিনী। প্রধান শহরগুলোয় মোবাইল, ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।
সম্প্রতি সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন।