
তরুণ নির্মাতা ইফতেখার শুভ’র অনুদানপ্রাপ্ত ‘মুখোশ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ তারকা।
মোশাররফ করিমকে চুক্তিবদ্ধ করার পর পরিচালক বলেন, তাঁর চরিত্রের নাম ইব্রাহিম খালেদি। মুখোশ সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করছে সোহানা (পরিমনী)।
ডিসেম্বর কিংবা জানুয়ারিতে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্নস্থানে হবে শুটিং। নির্মাতা জানালেন, এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ।
সিনেমার নায়িকা হিসেবে আগেই পরিমনী ও নায়ক রোশান চূড়ান্ত হয়ে আছেন। এ জুটি ছাড়াও আরো অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ আরো অনেকে।
২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান নির্মিতব্য ‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করবেন ইফতেখার শুভ। এটি তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।