ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে রংপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাকারিয়া ও একরামুল হক ওরফে রাজু।
এ বিষয়ে আজ মঙ্গলবার ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, তারা মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মেয়র পরিচয়ে বিভিন্ন লোককে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ বিষয়ে শাহবাগ থানায় মামলা ছিল।
মামলা তদন্তে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রংপুর ও গাজীপুর এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের মোবাইল ফোনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে একটি ভুয়া ফেসবুক আইডি Shekh Fazle Noor Taposh লগইন অবস্থায় পাওয়া যায়।