অর্থনীতি

মোবাইল ফোন থেকে ব্যাংকে লেনদেন এখনই নয়

মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মধ্যে যোগসূত্র ঘটানোর চেষ্টা এখনও সফল হয়নি। এর কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কারিগরি কাজ শেষ করা যায়নি। কিছু জায়গায় এখনও ত্রুটি রয়েছে। এ কারণে আজ থেকে এ সুবিধা গ্রাহক পাচ্ছেন না।

তবে শিগগির এ সেবা চালু করা যাবে বলে আশা করছেন তারা।

আজ সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালু করতে নিষেধ করে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আন্তঃলেনদেন চালুর প্রক্রিয়াটি আরেকবার পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং হিসাব ও ব্যাংকের হিসাবের মধ্যে লেনদেন শুরু করা সম্ভব হবে না।

এর আড়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানায়, যেসব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন পরীক্ষামূলক সম্পন্ন হয়েছে এখন কেবল তারাই এ সেবা দিতে পারবে। বাকিদেরকে আগামী বছরের মার্চের মধ্যে এ সেবা চালুর নির্দেশ দেওয়া হয় ওই সার্কুলারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button