রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে বিস্ফোরণে সাত জন দ্বগ্ধ হয়েছেন। আজ দুপুর আড়াইটার দিকের এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন দোকান মালিক আব্দুল আলিম (৫০) ও কর্মচারী সাইদুর (৩৩), ফারুক (৩৭) ও আমির হোসেন (২৭)। বিস্ফোরণে পাশের দোকানের আরও তিনজন দ্বগ্ধ হয়েছেন। তারা হলেন কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ভাঙারির দোকানটিতে বিভিন্ন জায়গা থেকে বোতল কুড়িয়ে আনার পর মেশিন দিয়ে সেগুলো ভেঙে ছোট করা হয়। এসময় মেশিনের ফুল্কি থেকে স্প্রের পরিত্যক্ত বোতল বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন পাশের দোকানেও ছড়িয়ে যায়।