প্রযুক্তি

ম্যাকবুকেও আসছে ফাইভজি

ম্যাকবুকে ফাইভজি মডেম আনতে কাজ করছে অ্যাপল। নিজস্ব সেলুলার মডেম তৈরির তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি।

তবে অ্যাপল ভক্তদের কাছে ফাইভজি সেলুলার মডেম পৌঁছাতে কয়েক মাস লাগবে। ফাইভজি মডেমের কারণে ব্যাটারি খরচ হবে স্বাভাবিকের তুলনায় বেশি।

ফাইভজি মডেম তৈরির কাজ গত কয়েক বছর ধরে করছে ইন্টেল। তবে মডেম তৈরির প্রজেক্টে তারা সাফল্য পায়নি। কোয়ালকমও প্রথম বার ফাইভজি মডেম নির্মাণের সময় ডিভাইস গরম হয়ে যাওয়া ও ব্যাটারির খরচ নিয়ে সমস্যায় পড়েছিলো।

এ কারণে কবে নাগাদ ফাইভজি মডেমসহ অ্যাপল ম্যাকবুক আনতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। এই প্রকল্প বাস্তবায়নে আরও কয়েক বছর লাগতে পারে।

এর আগে প্রতিবারই ইন্টেল না হয় কোয়ালকমের মডেম ব্যবহার করেছে অ্যাপল। এবার নিজেরাই মডেম উৎপাদন করবে বলে তাদের খরচও কমে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button