ডিয়েগো ম্যারাডোনা গত হয়েছেন দুই সপ্তাহ হলো। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ এলো আর্জেন্টিনার ফুটবলে। মৃত্যুবরণ করেছেন দেশটির সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া। সাবেইয়ার তত্ত্বাবধানে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন।
২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান ৮৬ বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি ফুটবলার। ম্যারাডোনার চলে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে অসীমের পথে যাত্রী হলেন সাবেয়াও। ১৯৮০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ম্যারাডোনাদের সঙ্গে খেলেন সাবেক এ মিডফিল্ডার।
কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন সাবেয়া। পায়ে তরল জমে যাওয়ায় গত মাসের শেষ দিকে সাবেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাবেয়ার কিডনি, শ্বাসনালি ও হৃদযন্ত্রে নানা জটিলতা ধরা পড়ে।